Current Affairs May 2021 Bangladesh GK Updates . There are recent updates for general knowledge of Bangladesh and international.
Current Affairs May 2021 Bangladesh GK Updates
How to Read?
Just click any option of every question or Click option if only one option is shown or Scroll down and click “Finish” By clicking question options it will show you more information about that question It is very important to learn details for job examinations.
What is happening in May 2021?
This page includes the current affairs, events, most discussed issues, etc happening in May 2021 . Keep on your eyes. It is updated every month or week.
#1. দেশে কবে নিরাপদ ও সুষম নগর তৈরির জন্য নগর নীতিমালার খসড়া করা হয়? #2. যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ সফলভাবে মঙ্গলপৃষ্ঠে রোবটযান পাঠাতে সক্ষম হয়েছে? #3. ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম - #4. বাংলাদেশের কোন অঞ্চল দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন? #5. বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক কে? #6. দেশে কবে ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ পালিত হয়? #7. কোন দেশের মধ্যস্থতায় সাম্প্রতিক ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনী ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে? #8. ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে রেক্টিফাইড স্পিরিট বলা হয়? #9. রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে? #10. ‘জিবরাইলের ডানা’ লিখেছেন - #11. ধাতুর পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? #12. দেশের মোট জিডিপির কত শতাংশ ক্ষুদ্র ও কুটির শিল্প (সিএমএসএমই) থেকে আসে? *** #13. প্রথম কে আইন সংকলন তৈরি করেছিলেন? #14. কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে? #15. ‘আনাদোলু এজেন্সি’ কোন দেশের বার্তা সংস্থা? #16. মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস বলতে কী বুঝায়? #17. গারো নৃগোষ্ঠী কোথা থেকে এসে বাংলাদেশে বসবাস করা শুরু করেছে? #18. কম্পিউটার প্রোগ্রাম ইন্সটল করার পর কোন কাজটি করা জরুরী? #19. আরব লিগের বর্তমান মহাসচিব কে? #20. দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যক্রম কত সাল থেকে শুরু হয়? #21. ‘বিশ্ব হাঁপানি দিবস’ কবে পালিত হয়? #22. ইউরোপীয় ইউনিয়ন কত সালের মধ্যে ভারচ্যুয়াল ইউরো আনার সিদ্ধান্ত নিয়েছে? #23. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে উদযাপিত হয়? #24. দেশে ঘোষিত মোট স্থলবন্দরের সংখ্যা #25. চীন কবে এক সন্তান নীতি বাতিল করে দুই সন্তান নীতি চালু করে? #26. কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? #27. বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে কে নিয়োগ পেয়েছেন? #28. ‘সাবা’ কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? #29. তথ্যপ্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কী বলা হয়? #30. ‘নামিবিয়ার গণহত্যা’ কবে সংঘটিত হয়? #31. বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী কবে মারা যান? #32. ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি? #33. ঐতিহাসিক ‘তাকসিম স্কয়ার’ কোথায় অবস্থিত? #34. বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত হয়েছে? #35. ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ কবে পালিত হয়? #36. ‘বিশ্ব জীববৈচিত্র্য দিবস’ কবে পালিত হয়? #37. বিশ্বব্যাংক-নোমাড প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে প্রবাসী আয়ের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত তম? #38. আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার কবে শুরু হয়? #39. নদী নিয়ে বাংলাদেশের সাথে ভারতের কতবার চুক্তি হয়? #40. গ্লোবাল সেন্টার অন এ্যাডাপটেশন (জিসিএ) -এর সদর দফতর - #41. দেশে বর্তমান বিদ্যুৎ উৎপাদনে ক্ষমতা কত? #42. ইতালিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ লিগ ‘সিরি আ’ -এর ২০২০-২১ সালের চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? #43. আরব বিশ্বের প্রথম নারী নভোচারী কে? #44. দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশ নিয়ে গঠিত জোট আসিয়ানে মুসলিমপ্রধান দেশ কয়টি? #45. ভারতের ওডিশা রাজ্যের রাজধানীর নাম কী? #46. স্বাধীন বাংলা বেতারকে বলা হয় - #47. কাকে ‘সীমান্ত গান্ধী’ বলা হয়? #48. শরীরে পানিশূন্যতা রোধে খাবার স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন সল্যুশন (ওআরএস) কোন দেশ আবিষ্কার করে? #49. দেশে বেসরকারি খাতের বিমান সংস্থা কয়টি? #50. বর্তমানে বিশ্বের কতটি দেশের সরকারপ্রধান নারী? #51. ‘Climate Vulnerable Forum (CVF)’ -এর বর্তমান চেয়ারম্যান কে? #52. সবজি উৎপাদনে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম? #53. বাংলাদেশের উপকূলীয় জেলা কতটি? #54. শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গকারী বাংলাদেশের কত জন শান্তিরক্ষীকে জাতিসংঘ সম্প্রতি ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করেছে? #55. দেশে প্রথম কবে বিল্ডিং কোড প্রণীত হয়? #56. ‘দাবা বিশ্বকাপ ২০২১’ কোথায় অনুষ্ঠিত হবে? #57. অপারেটিং সিস্টেম সফটওয়্যারের অন্য নাম কী? #58. ২০২০-২১ সিজনের উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে কোন দল? #59. ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ কবে পালিত হয়? #60. জান্তা সরকারকে প্রত্যাখ্যান করে গড়ে তোলা মিয়ানমারের ছায়া সরকারের নাম কী? #61. চীনের সিনোফার্মের করোনা টিকার বাণিজ্যিক নাম কী? #62. সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন চলমান সঙ্কটের সুত্রপাত কবে? #63. ‘বিশ্ব মা দিবস’ কবে পালিত হয়? #64. ‘টিআরটি ওয়ার্ল্ড’ কোন দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম? #65. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় নিয়োজিত বাহিনীর নাম কী? #66. ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয়ের পরিমাণ কত? #67. সম্প্রতি দেশে চতুর্থ করোনার টিকা হিসেবে কবে ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর? #68. সমাজের কোনও ব্যক্তি যখন নিজের প্রচেষ্টায় তাঁর সামাজিক অবস্থান, মর্যাদা ইত্যাদির মাত্রাগত পরিবর্তন করতে সক্ষম হন, তখন তাকে কী বলে? #69. দেশে প্রথমবারের মতো কবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়? #70. ‘বিশ্ব মেডিটেশন দিবস’ পালিত হয়? #71. সম্প্রতি কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন? #72. জার্মানির শীর্ষ ফুটবল ক্লাব লিগ ‘বুন্দেসলিগা’ -এর ২০২০-২১ আসরের চ্যাম্পিয়ন দল কোনটি? #73. গ্লুকোজের পলিমার কোনটি? #74. মালির রাজধানীর নাম কী? #75. কোনটির মাধ্যমে দূরবর্তী স্থানে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়? #76. আমাদের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা প্রায় কত ভাগ মাছ থেকে আসে? #77. পানির তাপমাত্রা বেড়ে গেলে দ্রবীভূত অক্সিজেনের পরিমান - #78. কোন পর্বতারোহী সবচেয়ে বেশি বার বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া এভারেস্টে আরোহণ করেছেন? #79. কমনওয়েলথ সরকারপ্রধানদের ২৬তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? #80. সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী? #81. অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ভুক্ত দেশ কতটি? #82. ২০২১ সালে আয়োজিত ৬৯তম মিস ইউনিভার্স খেতাব কে জিতেছেন? #83. দেশে কবে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা আনা হয়? #85. সম্প্রতি উদ্বোধন করা ডাক বিভাগের নতুন সদর দপ্তর ‘ডাক ভবন’ কোথায় অবস্থিত? #86. শিশুতোষ বই ‘দ্য বেঞ্চ’ কে লিখেছেন? #87. যুক্তরাষ্ট্রের অভিবাসনবর্ষ শুরু হয় কবে? #88. মহাদেশভেদে করোনা টিকা দেওয়ার দিক দিয়ে কোন অঞ্চল সবচেয়ে বেশি এগিয়ে আছে? #89. বিশ্বকাপ আর্চারি ২০২১ -এর রিকার্ভের মিশ্র ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? #90. ২০২৬ বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? #91. সম্প্রতি উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত নাইজেরিয়ার সেনাপ্রধানের নাম কী?