GK Updates February 2021 Current Affairs Bangladesh. There are recent updates for general knowledge of Bangladesh and international.
How to Read?
- Just click any option of every question or
- Click option if only one option is shown or
- Scroll down and click “Finish”
- By clicking question options it will show you more information about that question
- It is very important to learn details for job examinations.
Results
#1. বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে?
#2. ‘অরলভ ১০-ই’ কোন দেশের তৈরি সামরিক ড্রোন?
#3. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কবে ‘মুজিববর্ষ ওয়েবসাইট – http://www.mujib100.parliament.gov.bd’ চালু করা হয়?
More Information: এছাড়াও উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলন – http://mujibspeech.parliament.gov.bd
#4. ‘How to Avoid a Climate Disaster’ বইটি কে লিখেছেন?
#5. ‘রাজবন্দীর রোজনামচা’ বইটি কে লিখেছেন?
#6. কাকে হংকংয়ের ‘মিডিয়া মোগল’ বলা হয়?
#7. আদালতের আইন ব্যাখ্যাদানকারীদের কী বলা হয়?
#8. পরিবেশবিষয়ক বৈশ্বিক আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’ -এর প্রণেতা কে?
More Information: আন্দোলন শুরু – আগস্ট ২০১৮.
সম্প্রতি ২০২১ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে।
#9. কাতালোনিয়া কোন দেশের আলোচিত অঞ্চল?
#10. সম্প্রতি উদ্ভাবিত বাংলদেশ ধান গবেষণা ইন্সিটিউট (ব্রি) এর শততম উচ্চ ফলনশীল জাতের নাম কী?
#11. স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কে?
#12. ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ কবে পালিত হয়?
More Information: দিবস প্রতিপাদ্য ২০২১ – “টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ : নিরাপদ খাদ্যের বাংলাদেশ”
#13. জাতিসংঘ কোন সালকে ‘আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ’ হিসেবে ঘোষণা করে?
#14. বর্তমানে দেশের মোট আয়তনের কত শতাংশ বন রয়েছে?
More Information: বৃক্ষাচ্ছাদনের পরিমাণ – ২২.৩৭ শতাংশ (দেশের মোট আয়তনের)।
তথ্যসূত্রঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন, জাতীয় সংসদ; ৩১ জানুয়ারি, ২০২১.
#15. মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার বর্তমান অবস্থান কত তম?
#16. অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে নতুন প্রবর্তিত পুনরুদ্ধার (বর্ণমালা) কোনটি?
More Information: এই পুনরুদ্ধারের বৈশিষ্ট্য হলো, এতে অর্থনীতির নির্দিষ্ট কিছু খাত ঘুরে দাঁড়ালেও অন্যান্য খাত পিছিয়ে থাকে।এই পুনরুদ্ধারের বিষয়টি প্রথম নজরে আসে – ২০২০ সালে, কোভিড মহামারির সময়
#17. শেয়ারবাজারে যখন তেজি বা চাঙ্গাভাব থাকে তখন তাকে কী বলে?
More Information: শেয়ারবাজারে মন্দাভাব থাকলে বলা হয় – বেয়ার মার্কেট।
#18. বিশ্বের সবচেয়ে প্রাচীন স্টক এক্সচেঞ্জ কোনটি?
More Information: অ্যান্টওয়ারর্পে স্টক এক্সচেঞ্জ, বেলজিয়াম; প্রতিষ্ঠিত – ১৫৩১ সাল।
প্রথম আধুনিক স্টক এক্সচেঞ্জ – আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ, নেদারল্যান্ডস; প্রতিষ্ঠিত – ১৬০২ সাল।
এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ – বোম্বে স্টক এক্সচেঞ্জ, ভারত; প্রতিষ্ঠিত – ৯ জুলাই, ১৮৭৫.
#19. যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
#20. ‘এসপিএ’ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংবাদ সংস্থা? (SPA -এর পূর্ণরূপ – Saudi Press Agency)
#21. ‘জাগালা জলপ্রপাত’ কোথায় অবস্থিত?
#22. ‘বিশ্ব জলাভূমি দিবস’ কবে পালিত হয়?
More Information: জলাভূমির অপরিসীম গুরুত্ব অনুধাবন করে ১৯৭১ সালের এইদিনে ইরানের রামসার শহরে অনুষ্ঠিত পরিবেশ বাদী সম্মেলনে জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণ এর জন্য একটি আন্তর্জাতিক চুক্তি সাক্ষরিত হয়। যা রামসার কনভেনশন চুক্তি বলে পরিচিত।
রামসার কনভেনশন চুক্তি কার্যকর হয় – ১৯৭৫ সাল থেকে।
১৯৯৭ সাল থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
#23. বর্তমান বিশ্বের ক্ষুদ্রতম সরীসৃপের নাম কী?
#24. যুক্তরাষ্ট্রের বর্তমান সেনাপ্রধানের নাম কী?
#25. ‘স্যাফ্রন বিপ্লব’ কোন দেশে সংঘটিত হয়?
#26. বর্তমানে দেশে সরকারিভাবে স্বীকৃত ক্ষুদ্র জাতিগোষ্ঠী কতটি?
More Information: আদিবাসী ভাষা প্রচলিত আছে – প্রায় ৪০টি (অন্য এক হিসাবে আছে – ৪১টি)।
#27. বাংলাদেশ সরকারের গৃহীত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কাল কত?
#28. স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কোনটি?
More Information: স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ পাঁচটি। যথাঃ ১. আইসল্যান্ড ২. সুইডেন ৩. ডেনমার্ক ৪. ফিনল্যান্ড ৫. নরওয়ে।